আব্দুল মান্নান খানঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মতলব মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হাত থেকে মতলবকে শত্রুমুক্ত করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা। আর এই দিনটিই প্রতিবছর মতলব মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মতলব মুক্ত দিবস পালনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাশের সভাপতিত্বে ও মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন প্রধান, সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু , বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু, জয়নাল আবেদীন প্রধান, বশিরউল্লা সরকার, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম , উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ফারুক বিন জামান, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন বাবুল , মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাংবাদিক শ্যামল চন্দ্র দাস প্রমুখ ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।