September 19, 2024, 6:51 am

কেশবপুরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬৭৩০ জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে হাইব্রিড বোরো ও উফশী বোরো ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৭৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ৩২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৩৫০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, শেখ আবুল কাসেম, রুস্তম আলী, গিয়াসউদ্দিন আহমেদ, মোঃ নূর ইসলাম, অচ্যুৎ গাইন, আলিমুর রহমান, বিকাশ কুমার মন্ডল, হাবিবুর রহমান, জি এম জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান, সাজু আহমেদ, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান, সাংবাদিক ওলিয়ার রহমান সহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা