প্রেস রিলিজ :র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২২ তারিখ বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী সাইফুর রহমান শোভন (২৬), পিতা- মোহাম্মদ আলী, সাং- উত্তর হাজীগঞ্জ পাঠানতলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার ও ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না (৩৩) এবং মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাইফুর রহমান শোভন (২৬) তার সহযোগী আরও অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীসহ ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না (৩৩) এবং মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে অপহরণ করে এলোপাথাড়িভাবে মারপিট করে এবং গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপন দাবি করে। সে সময় উদ্ধবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভন (২৬)’কে গ্রেফতার করা হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
র্যাব-১১, এএসপি সহকারী পরিচালক
মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত..এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান