নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক পরবর্তী
অভিভাবকের জিম্বায় ছেড়ে দেয়া হয়েছে। পৌর শহরের মণিরামপুর সম্মিলনী
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা স্থানীয় এলাকারবাসির সহায়তার
তাদের আটক করে। প্রতারক চক্রের কাছে মুখোশ, বিভিন্ন ধরনের চাবি, ভুয়া
মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশনসহ আটক হয়।
মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থরা জানান,
রোববার সকাল ১১টার দিকে বিদ্যালয়ে ৪ যুবক প্রবেশ করে এক অসহায় অসুস্থ
রোগীর জন্য সাহায্য তোলার জন্য প্রধান শিক্ষকের কাছে মৌখিক আবেদন জানায়।
প্রধান শিক্ষক অসহায় ও অসুস্থ্যতার কথা ভেবে তাদের বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীদের কাছ থেকে সাহায্য তোলার অনুমোতি প্রদান করেন। কিন্তু ওই ৪
যুবক সাহায্য তোলার থেকে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও কক্ষের ভিতর থাকা
আলমারীসহ বিভিন্ন জিনিস পত্রের দিকে বেশি নজর দিতে থাকে। এছাড়া তাদের
গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায়-সাহায্য তোলা থেকে নিবৃতি করে-অসুস্থ্য
রোগীর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলে তারা এলামেলো কথা বলতে থাকে। এ
সময়ে সাংবাদিক ও পুলিশ ডাকার কথা শুনে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা
করে। তখন শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় এলাকাবাসি তাদের আটক
করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকিয়ে রাখা হয়। পরে অভিভাবকদের খবর দিয়ে
আটকদের তাদের জিম্বায় ছেড়ে দেয়া হয়েছে বলে নাম প্রকাশ না শর্তে একধিক
শিক্ষক জানিয়েছেন। তারা আরও জানান, মামলার ঝামেলা এড়ানোর জন্য প্রধান
শিক্ষক অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্বায় তাদের ছেড়ে দিয়েছেন। প্রধান
শিক্ষকের এমন কর্মকান্ডে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসির মধ্যে মিশ্র
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের কাছে একাধিকবার
তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
আটককৃতরা হলো-নড়াইলের সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত আনন্দ দাস পুত্র
প্রদীপ দাস (৪০), হরিপদ বিশ্বাসের পুত্র নয়ন বিশ্বাস (৩০) ও পরেশ
বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস (৩০) এবং মোটরসাইকেল চালক যশোর সদর
উপজেলার বাসুয়াড়ী গ্রামের কৃষ্ণ বিশ্বাসের পুত্র অনিক বিশ্বাস (২৫)।
এ বিষয়ে মণিরামপুর থানায় কোন অভিযোগ হইনি বলে থানা সূত্রে জানা গেছে।