September 13, 2024, 2:39 pm

কেশবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার।

অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন পাঁজিয়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, কপোতাক্ষ মহিলা ও ষুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভীন শিখা, বসুন্তিয়া যুব উন্নয়ন সংগঠনের আব্দুর রহিম, যুব প্রশিক্ষিণকারীদের মধ্যে ভান্ডারখোলা গ্রামের নাজমুল হুসাইন প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটি, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন যুব উন্নয়ন সংস্থা ও সামজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে ২২ জন যুবককে ১০’লক্ষ ২০’হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ এবং ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও একশত বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা