চ্যানেল এস” এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল রানার মা রোকেয়া বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় নাসিক ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুরে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর সিদ্ধিরগঞ্জ বাজার আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়েছে।
জানাযায় মরহুমার আত্নীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এ সময় মরহুমার বড় ছেলে সাংবাদিক সোহেল রানা তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।