সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং’ডে অনুষ্ঠিত। শনিবার সকাল ১১’টায় থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. আব্দুল কাদের জিলানী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক ও শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন। অনুষ্ঠারে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিউনিটি পুলিশের কয়েকশ সদস্য। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য রেলী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটির সার্বিক পরিচালনায় ছিলেন, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই সৈয়দ নাজমূল হুদা।#####