October 8, 2024, 6:00 pm

পাইকগাছা থেকে কৌশলে পাচার হতে যাওয়া শ্রমজীবী মানুষকে খুলনা রুপসা হতে উদ্ধার করল র‍্যাব ৬।

মামুন হাসান:খুলনা জেলার পাইকগাছা থানায় বসবাসরত দরিদ্র,অসহায় ও খেঁটে খাওয়া সাধারণ মানুষের দারিদ্রতাকে পুঁজি করে একদল অতিলোভী ও দূষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে মহাজনের নিকট শ্রমিকদের অমতে ব্যক্তিগত লাভের আশায় বিক্রি করে দেয়। গত ২৬ অক্টোবর মানব পাচার চক্র পাইকগাছা হতে নারী ও শিশু সহ ৫৯ জন দরিদ্র ও অসহায় মানুষকে নড়াইল জেলায় ১ টি ইটের ভাটায় কাজ দেওয়ার কথা বলে কৌশলে বাস যোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের জিম্মি করে বাসটি নড়াইলে না গিয়ে খান জাহান আলী সেতু, খুলনা অতিক্রম করলে শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে অন্যত্র কোথাও নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা জানতে পারে তাদের চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্য মহাজনের নিকট বিক্রি করে দেওয়া হবে। এমতাবস্থায় তারা ভয় পেয়ে চট্টগ্রামে যাবেনা বলে সকলেই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বাসের ভিতরে চিৎকার ও বিশৃঙ্খল পরিস্থিতি র‌্যাবকে জানালে র‌্যাব-৬ তড়িৎ গতিতে এসে গাড়িটিকে অনুসরণ করে গাড়ির গতি রোধ করে মানব পাচারকারী খুলনা জেলার পাইকগাছা থানার গড়াইখালী গ্রামের লিটন গাজী ও একই গ্রামের অপর সহযোগী সোহাগ গাজীকে আটকসহ ১৯ জন নারী, ১৮ জন শিশু সহ মোট ৫৯ জন ভিকটিমকে উদ্ধার করে র‍্যাব। এ সময় ভিকটিমদের বক্তব্য ও আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতাসহ আটককৃত ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়। তারা কৌশলে উচ্চ মুজুরিতে কাজ দেওয়ার নাম করে অসৎ উদ্দেশ্যে ভিকটিমদের পাচার করার চেষ্টা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা জেলার পাইকগাছা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা