January 23, 2025, 10:08 am

চৌগাছায় ৩০’লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীর অর্থদন্ড

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের চৌগাছায় দুই ব্যবসায়ীর গুদাম ঘর থেকে ৩০’লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ৩০’হাজার টাকা অর্থদন্ড দন্ডিত করছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌগাছা পৌরশহরের ব্যবসায়ী জসিম উদ্দিন এবং শাহাজান আলী তাদের গুদামে অবৈধ কারেন্ট জল মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ওই ব্যবসায়ীদের গুদাম ঘরে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদের দু’জনের গুদাম থেকে ৩০’ লক্ষ টাকা মূল্যের প্রায় ৫’শত কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেন এবং পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়! অবৈধ কারেন্ট জাল মজুদ করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে ৩০’হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চৌগাছা থানা পুলিশ সহযোগিতা করেন।

এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, যেকোন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কারেন্ট জাল মজুদ বা বিক্রি করা মারাত্মক অপরাধ। পৌরশহরের দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৩০’লক্ষ টাকা মূল্যের প্রায় ৫’শত কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারই পাশাপাশি ওই দুই ব্যবসায়ীকে ৩০’হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা