October 4, 2024, 3:26 pm

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ কারীর মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার।

মামুন হাচান পাঠানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরীর ভূয়া নিয়োগপত্র প্রদান করে এবং চাকরীর প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে তিনি প্রায় পচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই প্রতারক আবুল কালাম এর বিরুদ্ধে ভুক্তভুগীগন বিভিন্ন থানায় ৩টি মামলা ও ১টি জিডি দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে ২টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে উক্ত প্রতারক নিজের নাম ঠিকানাসহ পরিচয় পরিবর্তন করে আত্নগোপন করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, প্রতারনা মামলার মূলহোতা পলাতক আসামী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব গোপলগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানাধীন আলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার বড়দুধপতিলা গ্রামের আবুল কালামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা