January 24, 2025, 6:47 am

যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি রাজা ও জসিম অস্ত্র-গুলি, ইয়াবাসহ গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী রাজা হরফে পিচ্চি রাজা (২২) ও জসিম উদ্দিন (২২) কে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে শহরের ষষ্টিতলায় রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পৃথক মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদ মুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল বেলাল হোসাইন, পিপিএম এঁর সার্বিক তত্ত্বাবধানে এসআই সালাউদ্দিন খান, এসআই শরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম অভিযান চালিয়ে ২৪ অক্টোবর (সোমবার) কোতয়ালী মডেল থানার ষষ্টিতলায় রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত সন্ত্রাসী রাজা হরফে পিচ্চি রাজা ও জসিম উদ্দিন কে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকার মজিবর রহমান এর ছেলে রাজা হরফে পিচ্চি রাজা (২২) ও রেলগেট পশ্চিমপাড়া এলাকার নাজিম উদ্দিন এর ছেলে জসিম উদ্দিন (২২)।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী রাজা হরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরক সহ ১৫ টা মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, যশোরের তালিকাভূক্ত সন্ত্রাসী রাজা হরফে পিচ্চি রাজা ও জসিম উদ্দিনকে আগ্নেয়াস্ত্র একটা ওয়ান শুটারগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ ও ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পিচ্চি রাজার বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরক সহ ১৫ টা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা