October 4, 2024, 2:47 pm

শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভববনের কাজ ৪ বছরেও শেষ হয়নি।

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ গেল ৪বছরেও শেষ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১৮ সালে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হলে ২০২২ সালেও শেষ হয়নি বিদ্যালয়ের নতুন ভবনটির পুরোপুরি কাজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের আশায় আমরা জরাজীর্ণ ভবনে কচিকাঁচা ছাত্র/ছাত্রীদের নিয়ে পাঠদান করতে হচ্ছে। এমনকি অতি বৃষ্টি ও ঝড় তুফানে ঝুঁকি নিয়ে পাঠদান করতে হয়।

অভিভাবকদের সাথে কথা বললে জানা যায় যে, তারা বলেন, আমরা বাচ্চাদের স্কুলে পাঠদানে পাঠালে সারাক্ষণ চিন্তার মধ্যে থাকি জরাজীর্ণ ভবন কখন কোন দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রাজিউল্লাহ কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ টি দীর্ঘদিন পরে থাকায়, বাতিল করার জন্য আবেদন করেছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা