মমিনুল ইসলাম:-‘অনুভবে অনুভূতিতে বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন জাগ্রত’ ৯৬ মতলব উত্তর এর অভিষেক ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, ফটোসেশান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।
জাগ্রত’ ৯৬ মতলব উত্তর এর সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাওন আহমেদ, রাসেল মাহমুদ, ফয়সাল আহমেদ, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, সবির চন্দ্র দেবনাথ, নুরে আলম স্বপন, সংগঠনের সহ-সভাপতি জামাল লস্কর, সহ-সভাপতি শাহীন সরকার, সহ-সভাপতি হুমায়ুন কবির ভুইয়া, সহ-সভাপতি অ্যাড. ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলাম শিপু, সহ প্রচার সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান খান। অনুষ্ঠানে সংগঠন সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের ৯৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী তারা আনন্দ উল্লাস ও শৈশবে মেতে উঠেন। এছাড়াও উপস্থিত সকল বন্ধুরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন সকলে।