September 8, 2024, 12:49 pm

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছা উপজেলাকে হারিয়ে অভয়নগর বিজয়ী

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অভয়নগর উপজেলা বনাম ঝিকরগাছা উপজেলা ফুটবল একাদশ দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অভয়নগর উপজেলা বনাম ঝিকরগাছা উপজেলা ফুটবল একাদশ দলের খেলোয়াড়দের নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় বিরতির আগে ১-১ গোলের ব্যবধানে সমতায় ছিলো। পরবর্তী দ্বিতীয় ধাপে উভয় দলের কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকার এর মাধ্যমে ৫-৩ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ দল বিজয়ী হয়েছেন।

উক্ত খেলায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

খেলায় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাঈদুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সাংবাদিক পরেশ দেবনাথ, কামরুজ্জামান রাজু প্রমূখ।

খেলা শেষে বিজয়ী অভয়নগর ফুটবল একাদশ দলের গোলকিপার কে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়।

ফুটবল খেলা উপভোগ দেখতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাজার হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে ফুটবল প্রেমীদের অনেকেই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

উক্ত খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আতিয়ার রহমান, সহকারী রেফারি ছিলেন হাদিউজ্জামান, বিপুল মন্ডল চতুর্থ রেফারি আলমগীর হোসেন এবং ম্যাচ রেফারি তজিবর রহমান খান।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, মহির উদ্দীন মাহি।

উল্লেখ্য, যশোর জেলার ৮ টি উপজেলা নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেন কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যশোর উপজেলা ফুটবল একাদশ বনাম কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দলের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেছিলেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা