September 10, 2024, 11:58 am

সিদ্ধিরগঞ্জ ও কদমতলীতে তিতাসের অভিযান। সাতটি বাড়ি ও একটি কয়েল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন বিশ হাজার টাকা জরিমানা।

বিশেষ প্রতিনিধি:আবাসিক লাইন থেকে বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাস গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রানস্মিশন কম্পানি টিকাটুলি জুন । অভিযানে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড ও সাতটি বাড়ি ও একটি কয়েল কারখানা সংযোগ বিছিন্ন করা হয় ।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারি ব্যাংক কলোনি সহ আসপাশের ৭টি বাড়ির ও ঢাকার কদমতলী থানা এলাকার বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড টিকাটুলি জোন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে তিতাস টিকাটুলি জোনের আওতাধীন নাসিক ৩নং ওয়ার্ড এলাকায় তিতাস অভিযান পরিচালনা করে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড টিকাটুলি জোনের ডি,জি,এম মনিরুল ইসলামের পরিচালনায় ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।টিকাটুলি তিতাস অফিসের ডি,জি,এম মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান।

তথ্যর ভিত্তিতে আমরা জানতে পারি এ এলাকায় অবৈধ সংযোগ দিয়ে । কিছু অসাধু বাড়ির মালিক বাড়ি পরিচালনা করে আসছে। সেই তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । তিনি বলেন অবৈধ সংযোগের কারনে বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছে না। অন্য দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিতাসগ্যাস কোম্পানি লিমিটেড টিকাটুলি জোনের অন্যান্য ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এসময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারি বাংক কলোনির সাতটি বাড়ির সংযোগ বিছিন্ন করে তিতাস এগুলোর মধ্যে নুর মঞ্জিল, একতা টাওয়ার,নুর টাওয়ার ও ঢাকার কদমতলী এলাকার গিরিধারা মিম কয়েল কারখানা কে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা