নারায়নগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পারিবারিক মিলন মেলা আগামীকাল শনিবার ২২অক্টোবর অনুষ্ঠিত হবে। সতীর্থ সম্মিলন৭৩ এর উদ্দোগে আয়োজিত এ পারিবারিক মিলন উৎসব অনুষ্ঠিত হবে বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে।এ অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষক নির্মলেন্দু দত্ত স্যারকে সম্বর্ধনা দেয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও পরিসংখ্যান সচিব ও নারায়নগঞ্জ হাই স্কুলের ১৯৭১ব্যাচের প্রাক্তন ছাত্র কে এম মোজামে¥ল হক,১৯৮১ব্যাচের প্রাক্তন ছাত্র বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান অতিরিক্ত সচিব নাজমুল আহসান,১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা,দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক ও ১৯৬৮ব্যাচের প্রাক্তন ছাত্র কাশেম হুমায়ুন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী এই পারিবারিক মিলন মেলা উৎসবে স্মৃতিচারন,আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠান থাকবে। ১৯৭৩ব্যাচের প্রায় ৮০জন প্রাক্তন শিক্ষার্থী পরিবারের সদস্যরা এ মিলন মেলায় উপস্থিত থাকবেন।এদের মধ্যে রয়েছে প্যারাডাইজ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন,এনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান সিআইপি,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন রতন,মাসুদুজ্জামান শাহজাহান,আলাউদ্দিন ভুইয়া উপস্থিত থাকবেন।