September 19, 2024, 7:07 am

নারায়নগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পারিবারিক মিলন মেলা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে

নারায়নগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পারিবারিক মিলন মেলা আগামীকাল শনিবার ২২অক্টোবর অনুষ্ঠিত হবে। সতীর্থ সম্মিলন৭৩ এর উদ্দোগে আয়োজিত এ পারিবারিক মিলন উৎসব অনুষ্ঠিত হবে বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে।এ অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষক নির্মলেন্দু দত্ত স্যারকে সম্বর্ধনা দেয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও পরিসংখ্যান সচিব ও নারায়নগঞ্জ হাই স্কুলের ১৯৭১ব্যাচের প্রাক্তন ছাত্র কে এম মোজামে¥ল হক,১৯৮১ব্যাচের প্রাক্তন ছাত্র বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান অতিরিক্ত সচিব নাজমুল আহসান,১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা,দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক ও ১৯৬৮ব্যাচের প্রাক্তন ছাত্র কাশেম হুমায়ুন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী এই পারিবারিক মিলন মেলা উৎসবে স্মৃতিচারন,আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠান থাকবে। ১৯৭৩ব্যাচের প্রায় ৮০জন প্রাক্তন শিক্ষার্থী পরিবারের সদস্যরা এ মিলন মেলায় উপস্থিত থাকবেন।এদের মধ্যে রয়েছে প্যারাডাইজ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন,এনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান সিআইপি,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন রতন,মাসুদুজ্জামান শাহজাহান,আলাউদ্দিন ভুইয়া উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা