September 10, 2024, 2:40 pm

যশোরে গৃহ চোর চক্রের দুই নারী সহ ৬ সদস্য গ্রেফতার: চোরাইকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের জেলা ডিবি পুলিশের অভিযানে গৃহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার এবং ৭ ভরি ৭ আনা স্বর্ণালংকার ও ৫ভরি ১১ আনা রুপার অলংকার জব্দ করেছে। ১১ অক্টোবর (মঙ্গলবার) যশোর কোতোয়ালি থানার শংকরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৪ জুলাই দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার আরবপুর পাওয়ার হাউজ পাড়া মসজিদ গলি ফাহাদ ম্যানশন বাড়ী নং-৭৩৩ তিন তলা বিশিষ্ট বিল্ডিয়ের দোতলার পশ্চিম পাশের ইউনিটের বসবাসকারী ফাতিমা খাতুনের বসতঘরের ভেন্টি লেটার ও দক্ষিন পার্শের জানালার গ্রীল ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ঘরের মধ্যে বসত কক্ষে প্রবেশ করে স্টীলের আলমারি ভেঙ্গে আলমারিতে রক্ষিত ফাতিমা খাতুন ও তার তিন মেয়ের অনুমান ১৬ ভরি সোনার গহনা এবং নগদ ৬০’হাজার টাকা এবং ১৪ হাজার টাকা মূল্যের একটি ডিজিটাল ক্যামেরা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার মামলা হয়। যার মামলা নং-৯২(৭)।

মামলা হওয়ার পর ডিবি পুলিশের উপর তদন্তের ভার ন্যাস্ত করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের এলআইসি টিমের কনস্টেবল মেজবাহ থান্ডার ও ইয়াসিন দ্বয়ের বুদ্ধিমত্তায় এসআই মফিজুল ইসলাম ও আবদুল্লা আল মামুন এলআইসি টিম গত ১১ অক্টোবর (মঙ্গলবার) বিকাল থেকে রাত পর্যন্ত কোতোয়ালি থানার শংকরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ২ নারী সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করে। ওইসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৫ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং ৫ ভরি ১১ আনা রুপার অলংকার জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো যশোর বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মজিবর সরদার এর ছেলে মোঃ মানিক সরদার (২১), শংকরপুর বটতলা মসজিদ পাড়া এলাকার তোতা মিয়ার ছেলে মোঃ আজিম ইসলাম আকাশ (২২), শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার হাবিবুর রহমান এর মেয়ে মোছাঃ হীরা (৩৫), স্ত্রী মোছাঃ শাহানারা বেগম (৬০), শংকরপুর পশ্চিমপাড়ার মোঃ শাহজাহান এর ছেলে মোঃ স্বাধীন ইসলাম (২২), শংকরপুর গোলপাতা মসজিদ পাড়া এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মোঃ মাসুদুর রহমান বকুল (৫২)।

প্রাথমিক তদন্তে জানা যায়, শংকরপুর ও বেজপাড়ার কুখ্যাত গৃহ চোর মানিক, বাপ্পি, শিপন ও শান্ত পরস্পর যোগসাজসে যশোর শহরতলীর বিভিন্ন গৃহে কৌশলে প্রবেশ করে স্বর্ণালংকার ও মুল্যবান সম্পদ চুরি করে। তারই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই গভীর রাতে যশোর আবরপুর পাওয়ার হাউজ পাড়া মসজিদ গলির ফাহাদ ম্যানশন বাড়ী নং-৭৩৩ তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর দোতলার পশ্চিম পাশের ইউনিটের বসবাসকারী ফাতিমা খাতুনের বসতঘরের ভেন্টি লেটার ও দক্ষিন পার্শের জানালার গ্রীল ভেঙ্গে গৃহে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করে। এরপর চোরাইকৃত মালামাল তাদের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও জুয়েলারী দোকানে বিক্রি ও বন্ধক রাখে।

যশোর জেলা ডিবি পুলিশ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা