নিজস্ব প্রতিবেদক :মতলবে মামাতো বোনের প্রেমিকের আপত্তিকর কাজে বাধা দেয়ায় ধারালো অস্ত্রের কোপে হাত হাত হারালেন এতিম সখিনা (১০) নামে এক কিশোরী। গত ২৪ সেপ্টেম্বর বিকালে পৌরসভার বালুচর প্রধানিয়া বাড়ি সামনে এ ঘটনা ঘটে।
চিকিৎসা ও আইনি সহায়তা চায় ধর্নাঢ্যদের সহযোগিতা পরিবারসহ এলাকাবাসী। এবিষয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন বলে জানায় তারা।
জানাযায়, গত ২৪ সেপ্টেম্বর সখিনার মামাতো বোন তার বান্ধবি প্রেমিকসহ ঘুরতে যায় মতলবের বেরি বাঁধে। পরে ব্রীজে যাওয়ার উদ্দেশ্যে অটো রিক্সায় করে উদ্দমদি হতে মতলব পৌরসভার বালুচর প্রধানিয়া বাড়ির কাছে আসলে মামাতো বোনদের সাথে আপত্তিকর কাজে লিপ্ত হতে চায় প্রেমিক ও তার বন্ধু। তখন সখিনা বাধা দেয় এবং চিৎকার দিয়ে লোক জড়ো করার হুমকি দেয়। এতে প্রেমিক আসিফ তার সাথে থাকা রাব্বি নামের আরেক যুবক ধারালো অস্ত্রে এক কোপে সখিনার বাম হাতের কনইয়ের নিচ থেকে কব্জিসহ আলাদা করে ফেলে।
পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সাথে থাকা অপর দুই বোন। সেখান থেকে চাঁদপুর এবং ঢাকায় নিয়ে চিকিৎসা করান তার এক খালা।
ভোক্তভুগীর বয়স ১০ বছর, তার বাবা নেই, মা প্রতিবন্ধি থাকে মতলব পৌরসভার মধ্য দিঘলদী নানির বাড়ি।
গরিব এই অসহায় কিশোরীর চিকিৎসা ও আইনি সহায়তায় সমাজের ধর্নাঢ্য ব্যাক্তি আর মানবাধিকার সংগঠনকে পাশে চায় এলাকাবাসী।
এবিষয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে জানায় কিশোরী সখিনার খালা।