প্রেস রিলিজ:গত ০৭/১০/২০২২ তারিখে আনুমানিক ০৫.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানায় ওয়াবদা কলোনী পাকা রাস্তার মোড়ে সুজন মিয়া (৪৫) নামের এক অটো চালকের গলা কাটা লাশ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ হানিফ (৪৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১২ তারিখ ০৭/১০/২০২২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্র হত্যার সাথে জড়িত আসামীদের সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গত ০৮ অক্টোবর ২০২২ইং তারিখে রাত্র আনুমানিক ২৩:১০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের মূল হত্যাকারী ১। মোঃ ইব্রাহিম @ রানা (৩০), পিতা-মৃত ফজি রহমান, গ্রাম-ভাটেরচর, মীরেরগাঁও, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, এ/পি গ্রাম-নাভানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ রহমত আলী (৩৪), পিতা-মৃত ওয়াসিম উদ্দিন ব্যাপারী, গ্রাম-উল্টর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত ০১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমের অটোরিক্সায় উঠে ওয়াবদা কলোনী মোড়ে যাওয়ার পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিক্সার চালক এর নিকট হতে অটোরিক্সা, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে। এক পর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকার করলে আসামীরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেয় এবং মোবাইল ও টাকা-পয়সা ভাগবাটোয়ারা করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্তার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।