September 11, 2024, 6:59 pm

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৩।

প্রতিনিধিঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপরে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা জানান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপরে উল্টো পথে চলাচল কারি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে আসংকাজনক অবস্থায় বিভিন্ন মেডিকেলে নেয়া হয়েছে বলে জানান।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে রোববার সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান।

নিহতরা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫) ও মামুন (৩০)। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি।

ওসি বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ষংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে মারা যান।

এ ঘটনায় আহত জামাল (৪২) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।৷

প্রত্যক্ষদর্শী ও সচেতন মহল জানান হাইওয়ে পুলিশের উদাসীনতার কারনে এ দুর্ঘটনার কারণ। তারা বলেন হাইওয়ে পুলিশের নাকের ডগায় উল্টো পথে অটোরিকশা চলাচল করলে ও কোন ব্যবস্থা নেয় নি হাইওয়ে পুলিশ। নাম প্রকাশে না করার শর্থে কয়েক জন অটেো চালক জানান আমরা প্রতি মাসে তিন হাজার টাকার বিনিময়ে উল্টো পথে অটোরিকশা চালাই।

এদিকে হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি নবীর হোসেনে ও শিমরাইল পুলিশ বক্সের টি আই শরফুদ্দিন বলেন আমরা জনবল সংকটে আছি। যেখানে কনস্টেবল দরকার ১৬০ জন সেখানে কনস্টেবল আছে শুধু ২২ জন।জনবল সংকট একটি অযুহাত মাত্র এমনটাই মনে করছেন সচেতন মহল। হাইকোর্ট ও যোগাযোগ মন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মনগড়ামত সেবা দিয়ে নিজেদের ফায়দা হাশিল করছেন। এই প্রাণহানির দায় নিবে কে?

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা