,সিদ্ধিরগঞ্জ (০৭’অক্টোবর ২২’ইং শুক্রবার) ঃ সিদ্ধিরগঞ্জে দুই মাসের ব্যবধানে আবারো মিললো অটোচালকের গলাকাটা লাশ। গতকাল শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনি নাসিক ৪’নং ওয়ার্ড এলাকা থেকে পুলিশ অটোচালক সুজন(৪৫)’র লাশটি উদ্ধার করে। নিহত অটোচালক সুজন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দগঞ্জ গ্রামের সিরাজের ছেলে। সে স্ব-পরিবারে থানার মিজমিজি তালতলা শাহী মসজিদ সংলগ্ন পাইনাদী এলাকার মুনছুর মাষ্টারের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। নিহত সুজন ২’সস্তানের জনক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অটোরিকশা নিয়ে বেড় হয়। রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে উল্লেখিত স্থানে রেখে যায়। এ সময় তার অটোরিকশা (মিশুক) সাথেই পড়ে ছিল। এলাকাবাসী থানায় সংবাদ দিলে গতকাল শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদশক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনসহ অটোরিকশা চালক সুজনের গলাকাটা লাশ ও সাথে পরে থাকা অটোরিকশাটি থানায় নিয়ে যায়। পরে সুজনের স্ত্রী ও ভাইসহ স্বজনরা থানায় গেলে হত্যা মামলা দায়ের পূর্বক লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহত সুজনের ভাই মো. হানিফ অজ্ঞাতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে সুজনের লাশ হস্তান্তরের পর বাসায় নিয়ে গেলে সেখানে স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ভারি হয়ে ওঠে সেখানকার বাতাস। সান্ত¡নার কোনো ভাষা ছিল না কারো।
নিহতের ছেলে মো. শুভ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা গ্যারেজ থেকে মিশুক নিয়ে বের হন। শুক্রবার ভোরে তার বাবার বন্ধু সোহেল তাদের খবর দেন যে তার বাবা খুন হয়েছে। এরপর তারা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। শুভর দাবি ছিনতাইকারীরা মিশুক ছিনিয়ে না নিলেও তার বাবার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) বলেন, সুজন মিয়ার লাশের পাশে তার অটো রিকশাটি থাকায় অটো পুলিশ এটিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকান্ড বলতে পারছে না। আবার এমনও হতে পারে ছিনতাইয়ের উদ্দেশ্যে সুজনকে হত্যার পর ঘটনাস্থলে মানুষজন চলে আসায় ঘাতকরা পালিয়ে যায়। পুলিশ হত্যার নেপথ্যের কারণ উদঘাটন ও অপরাধিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য গত ২৯’ আগষ্ট থানা গোদনাইল ধনুকুন্ড মদীনাবাগ এলাকা থেকে একই ভাবে অটোচালক রোকন উদ্দিনের একটি লাশ উদ্ধার করা হয়।#######