May 3, 2024, 7:17 am

সাতক্ষীরা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জাসদের অবস্থান কর্মসূচি

৩রা অক্টোবর সাকল ১১.০০টায় সাতক্ষীরা কোটস্থ মুক্তি্যোদ্ধা চত্বরে বাংলাদেশ জাসদের উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা জর্জকোটের বিজ্ঞআইনজীবী আকবর আলী, পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, বাসদ মার্কসবাদী নেতা এডভোকেট নগেন্দ্রনাথ ঘোষ,স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহব্বায়ক আব্দুল্লাহ বিশ্বাস, সাংবাদিক আবু সাঈদ,জন অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি শেখ ফারুক হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শচীন্দ্রনাথ পথিক শেখ রিয়াজুল ইসলাম সহ আরও অনেকে অনেকে।বক্তাগণ সাতক্ষীরা জেলায়।পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবী করেন। অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী বলেন, শিক্ষায় গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে সাতক্ষীরা জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠা প্রয়োজন। এই জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ সংসদে সাতক্ষীরা উন্নয়ন ও অগ্রগতির অংশহিসাবে জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন, এ ব্যাপারে অনেক আগেইসংসদেদাবী তুলতে পারতেন। জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব বলেন, আমরা সমৃদ্ধ সাতক্ষীরা চাই, কলারোয়া পৌরসভাকে ১নং পৌরসভা ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ দেন।
জনঅধিকার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শেখ ফারুক আহমেদ বলেন সাতক্ষীরার জন্য উন্নয়ন বৈষম্য সৃষ্টি হলে সাতক্ষীরাবাসী মেনে নিবে না, জেলায় রেললাইন, সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার দাবী জানান নেতৃবৃন্দ। সামাজিক ঐক্য রাজনৈতিক ঐক্য এবং সমতা ভিত্তিক উন্নয়ন এখন সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করপন নদী কমিটির নেতা মফিজুর রহমান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা