September 20, 2024, 11:55 pm

কালাপাহাড়িয়ায় অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে আবাবীল সংসদের ইউ.পি চেয়ারম্যানের সাথে সাক্ষাত

হুসাইন আহমাদ ঃকালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ছোট্ট একটি দ্বীপ ইউনিয়ন। আবহমানকাল থেকেই এ এলাকার মানুষ ধর্মপরায়ন। কিন্তু কিছুদিন পরপর ইবলিশের প্ররোচনায় কিছু মানুষ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পরে। যেমন, অশ্লিল গান-বাজনা, ওরশের নামে মাজারে মদ, গাজা, দেহ ব্যবসা, নাটক সিনেমা ইত্যাদি। এহেন পরিস্থিতিতে বরাবরই এলাকার ওলামায়ে কেরাম ”আবাবীল সংসদ” নামী সংগঠনের মাধ্যমে লোকদেরকে সতর্ক করে আসছে। এবারও এলাকার কিছু দুষ্ট লোক এলাকায় নাটকের নামে মঞ্চে উলঙ্গ নারী প্রদর্শনের পায়তারা চালালে আবাবীল সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ কে এম ফায়জুল হক ডালিমের সাথে সাক্ষাৎ করেন। আবাবীল সংসদের প্রতিনিধি দল মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে জোড়ালো দাবী জানায় যে, কালাপাহাড়িয়া ইউনিয়নে যেন অনৈসলামিক কোন কার্যকলাপ না হয়। এ সময় চেয়ারম্যান আবাবীল সংসদকে আশ্বস্ত করেন যে, তিনি সর্বদা অনৈসলামিক কাজে বাধা প্রদানে চেষ্টা করবেন এবং আবাবীলের সার্বিক কাজে সব সময় সহযোগিতা করবেন। এসময় পরিষদে ওবয়দুল ইসলাম বাদল মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার, আবুল কাশেম মেম্বার, মফিজ উদ্দিন মেম্বার, সোহেল মেম্বার, জজ মিয়া মেম্বার, খোকা মেম্বার ও আওয়ামী লীগের প্রবীণ ব্যক্তিত্ব জনাব আব্দুল হক সাহেব সহ অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই একই অভিমত ব্যক্ত করেছেন যে, আপনারা আবাবিল সংসদের উলামায়ে কেরাম সামনে এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আবাবিল সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংসদের সভাপতি হাফেজ মাওলানা শাব্বির আহমাদ শিবলী, সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী, কোষাধ্যক্ষ হাফেজ হাবিবুল্লাহ, সদস্য- মাওলানা ওয়াসিম, মাওলানা আঃ মান্নান, মাওলানা কবির হোসেন, মাওলানা মাকনুন, হাফেজ শাহ আলম, ক্ারী মোসলেম, মাওলানা মকবুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা