মো:মুক্তার হোসেন ” বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ও দুটি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৩০ তারিখ )রাতে বেনাপোল শার্শা থানাধীন অগ্রভুলাট সীমান্ত থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল (তানভীর রহমান) পি এস সি, রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অস্ত্রের একটি চালান নিয়ে চোরাকারবারীরা যশোরের শার্শা সীমান্তে অগ্রভুলাট মাঠে অবস্থান করেছে । এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ধান খেতের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল, ও দুটি ওয়ান শুটারগান, ও একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে কৌশলে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২২ হাজার দুইশত টাকা।