April 24, 2024, 5:22 am

কেশবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
এছাড়াও ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হাসান, অভিজিৎ ব্যানার্জী, ছাত্রী ইসমাত জামান, তাসমিয়া আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দেবাশীষ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা বিআরডিবি (পজিপ) কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা প্রেসক্লাবের সদস্য রনি হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা