নিজেস্ব প্রতিবেদক :কখনো ব্যাব,কখনো পুলিশ, আবার কখনো সরকারী বড় কর্মকর্তার নামে পরিচয়ে দেহ ব্যবসা, সহ ইয়াবা ব্যবসায় জড়িত আল আমিন।
বাংলাদেশ সরকার যখন মাদক মুক্ত দেশ গড়তে বদ্ধ পরিকর। বাংলাদেশ সরকারের প্রশাসন কঠিন ভূমিকায় অবতীর্ণ।
জেলা উপজেলায় প্রত্যেক এলাকা মহল্লায় মাদক মুক্ত রাখতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠিন হুশিয়ারি অব্যাহত।
ঠিক তখনই আল আমিনের অনৈতিক কর্মকান্ডের চিত্র জনগনের সম্মুখে হাজির। কে এই আল আমিন? তার শক্তি বল,ক্ষমতা কোথা থেকে আসে?
জানা যায় ফরিদপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা মৃত আব্দুল সামাদের পুত্র আল আমিন।
এ আল আমিন, দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নামে সাহসী কিছু সাংবাদিক।
অনুসন্ধানে বেরিয়ে আসে আল আমিনের আসল রূপ। আল আমিন একজন বড় মাপের প্রতারক, সে কখনো ব্যাব ,কখনো পুলিশ, কখনো ডিবি এর সোর্স। আবার কখনো নারী নিয়ে দেহ ব্যবসা ও ইয়াবা ব্যবসা নিয়ে নায়কের নায়ক।
সে একাই একশো, সব করেন একা। এ আল আমিন নারী দিয়ে দেহ ব্যবসায় লাগিয়ে, আবার সেখানে ডিবি সেজে হাজির,আবার ইয়াবা বিক্রি করে, আবার তাকে পুলিশ বা ব্যাব সেজে গ্রেফতার করে।আবার মোটা অংকের টাকাও হাতিয়ে নেয়। প্রশাসনিক সুত্রে জানা যায়, এ আল আমিনের নামে একাদিক মামলাও রয়েছে।
আরো জানা যায়, এ আল আমিন খুব বড় মাপের লিডার ও লোক জনের সাথে ওঠাবসা করেন। সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে ভয় পান। কেহ তার বিরুদ্ধে কথা বলে না।
গোপন সংবাদের ভিত্তিতে আর একটি বিষয় পরিষ্কার জানা যায়, এলাকার কিছু প্রভাবশালীও জনপ্রতিনিধিদের ইন্ধনে অসামাজিক অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
ফরিদপুর জেলার শিবচর উপজেলা সুশীল সমাজ ও সাধারণ জনগনের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর আমাদের বাংলাদেশের সকল মানুষের অভিভাবক শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।