October 8, 2024, 7:31 pm

আড়াইহাজার হতে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার॥

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে গভীর রাত প্রায় ০৩.০০ ঘটিকার সময় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ডাকাতদের মারপিটে ০৫জন আহত হয়। ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। উক্ত ডাকাতি সংক্রান্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ডাকাতির ঘটনাগুলো নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যমসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ডাকাতির ঘটনা ঘটার দ্রুততম সময়ের মধ্যে র‌্যাব ঘটনা সংক্রান্তে প্রয়োজনীয় তথ্য, এজাহার ও এফআইআর সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা শুরু করে। এছাড়াও ভুক্তভোগীদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য এবং ডাকাতদের গ্রেফতারের জন্য আবেদন পাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় যে, গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটছে এবং সবগুলি ডাকাতির ঘটনা প্রায় একই রকম। এতে ধারণা করা যায়, একটি বড় সংঘবদ্ধ ডাকাত দল অত্র এলাকাসমূহতে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছে। ডাকাতদের বয়স, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রের ধরন এবং লুণ্ঠিত দ্রব্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে র‌্যাবের একটি চৌকস গোয়েন্দা দল গোপনে ডাকাত প্রবণ এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি শুরু করে এলাকার কিছু সক্রিয় ডাকাত সদস্যকে সনাক্ত করে তাদের গতিবিধি লক্ষ্য করা হয় এবং একইসাথে তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হয়।

৩। উক্ত ঘটনার পর থেকেই র‌্যাব-১১ এর একটি চৌকষ গোয়েন্দা দল র‌্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহায়তায় ছায়া তদন্ত শুরু করে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক গত ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে গভীর রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ আবুল কাশেম (৩৩), পিতা- মৃত আবু তালেব, সাং- গোপালদী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ বাবু (২৬), পিতা- মৃত নীল মিয়া, সাং- তেজখালী, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, ৩। মোঃ ওমর ফারুক (২৭), পিতা- মোঃ আঃ হামিদ, সাং- কাজীপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ লিটন (২৪), পিতা- মৃত মোস্তফা, সাং- গোপালদি দাইরাদি, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ সবুজ (২৮), পিতা- নূর মোহাম্মদ, সাং- মারুয়াদী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৬। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা- মৃত রশিদ মিয়া, সাং- চকড়িয়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৭। রুমন ভূইয়া (২৫), পিতা- মোঃ আলম ভূইয়া, সাং- জুকার দিয়া, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৮। মোঃ আশরাফুল (১৯), পিতা- মোঃ আলম, সাং- গোপালদী, গাজীপুর, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৯। মোঃ জুয়েল রানা (২২), পিতা- আঃ করিম মিয়া, সাং- কলাগাছিয়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ককটেল-০৭টি, ছোড়া-০৩টি, কাটার-০১টি, কোরাবারি-০২টি, টেটা-০৫টি, টর্চ লাইট-১৩টি, রূপার চেইন-০১টি, নগদ- ২৪,৯০০/-(চব্বিশ হাজার নয়শত) টাকা, মোবাইল-০৯টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের স্বীকারোক্তিতে জানা যায় যে, তারা গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় নি¤েœবর্ণিত মামলা রয়েছেঃ

গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আবুল কাশেম (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০টি মামলা রয়েছে যথাক্রমেঃ

১। নারায়ণগঞ্জ এর আড়াইহাজ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা