September 13, 2024, 3:54 pm

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন মতলব উত্তর থেকে সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি ঃচাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) থেকে যাচাই-বাছাইয়ে ৫ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।
৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীগণ হচ্ছেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খাঁন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান পাটোয়ারীর ভাতিজা ও রয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মো. ঈসা পাটোয়ারী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা