April 19, 2024, 3:30 pm

হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে ছবি হাতে পথে পথে আব্দুস সাত্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি :হারিয়ে গেছে জনম দুখিনী মা। তাই মায়ের ছবি সাথে নিয়ে খুঁজে ফিরছেন মায়ের ছোট সন্তান আব্দুস সাত্তার।
প্রতিদিন সকাল থেকে রাত অবদি খুঁজাখুঁজি করেও মাকে না পেয়ে এক বুক কষ্ট নিয়ে মলিন চেহারায় বাড়ি ফিরছেন তিনি।
বলছিলাম যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের আমেনা খাতুনের (৭৫)’র কথা। বয়সজনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে গত ২০/০৮/২০২২ ইং তারিখে বাড়ি থেকে বের হয়ে আর তিনি ফিরে আসেনি।
সেই থেকে নিকট আত্মীয় সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজ খবর নিয়েও মাকে আর ফিরে পাননি পরিবারের লোকজন।
হারিয়ে যাওয়া আমেনা খাতুনের ৫ ছেলে মেয়ে রয়েছে। তিনি ওই গ্রামের মৃত মান্দার গাজীর স্ত্রী।
এঘটনায় আমেনা খাতুনের ছোট ছেলে আব্দুস সাত্তার বলেন, মা হারিয়ে গেছে আজ ১ মাস পার হয়ে গেছে। কাজের ফাঁকে প্রতিদিন ছবি হাতে বিভিন্ন জায়জায় মাকে খুঁজে ফিরি। অনেক খোঁজ খবর নিয়েও মাকে না পেয়ে গত ৬/৯/২০২২ ইং তারিখে বেনাপোল পোর্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছি। যার নং-২৫৪।
মাকে ফিরে পেতে প্রশাসন সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। আমেনা খাতুনের কেউ সন্ধান পেলে ছোট ছেলে আব্দুস সাত্তারের ০১৩০৭২০৭৬৩৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা