October 8, 2024, 7:35 pm

অভয়নগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের অভয়নগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে থানা প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান।

যশোর জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই এলাকার সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত সর্বসাধারণের সাথে মুক্ত-আলোচনা করেন।
এরপর অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মতামত এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
যশোর জেলার পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম। তারই লক্ষ্যেই আজকের এই ওপেন হাউজ ডে।
পুলিশ সুপার আরো বলেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মুকিত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি গাজী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ মোটরযান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও দক্ষিণ বঙ্গের সহ-সাংগঠনিক সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক
যশোর জেলা সার সমিতি সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাজালাল হোসেন, ইমাম পরিষদের মিডিয়া প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি অভয়নগরের সভাপতি ও পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিষ্ণু পদ দত্ত।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জন-প্রতিনিধিগণ, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সার, কয়লা, বালু, চাউল, মৎস্য, জুয়েলারী, বনিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সর্বস্তরের জনগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা