রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার বার্ষিক পুরস্কার
বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৫ সেপ্টেম্বর( সোমবার) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে দেশের গান,জারি গান, কবিতা আবৃতি, নাচ, কৌতুক ও নাটক।
মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ আয়োজিত
বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি প্রভাষক মুয়াজ্জেম হোসেন ও আবুল হাশেমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,মনোহরগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার সোহেল রানা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোরহগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ আ’ লীগের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সহকারী ভূমি অফিসার এনামুল হাসান,
মনোহরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ শফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, স্থানীয় ব্যক্তির্গসহ অনুষ্ঠান উপভোগ করেন ।
উক্ত,স্কুল এন্ড কলেজের সভাপতি সোহেল রানা বক্তব্য বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে। বেশি জানতে হবে। জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে।তবেই ভালো মানুষ হয়ে উঠবে। আর লাকসাম- মনোহরগঞ্জের পলি মাটির সন্তান, এলজি আরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ এলাকার সন্তান।ওনার মতোই তোমরাও ভালোভাবে পড়াশোনা করে এ এলাকা থেকে আর বড়-বড় জায়গায় যাবে। আর তারপর তোমরা মোবাইল ফোন ব্যবহারে আরো সতর্ক হতে হবে। এরসাথে পরিবারের সকলকে ছাত্র-ছাত্রীদের প্রতি নজর দিতে হবে। কখন, কোথায়, কার সাথে মিশে সব বিষয় নজরদারি বাড়াতে হবে।