September 14, 2024, 11:33 am

কেশবপুরে গাঁজার গাছ সহ ১জন গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ সহ ১জনকে গ্রেফতার করেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কলাগাছি বাজার সংলগ্ন একটি জমি থেকে গাঁজার গাছটি উদ্ধার এবং জমির মালিক আনোয়ার আলী সরদার (৫৫) কে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর দিক-নির্দেশনায় ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঈনুর এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজার সংলগ্ন এলাকার একটি জমি থেকে ৮ ফুট উচ্চতার একটি গাঁজা উদ্ধার করে এবং জমিতে গাঁজা গাছ লাগানোর অভিযোগে আনোয়ার আলী সরদার (৫৩) কে গ্রেফতার করে। সে আড়ুয়া গ্রামের জবেদ আলী সরদার এর ছেলে।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা