মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে আমেরিকান ডলার, সৌদি আরবের রিয়াল,কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপি সহ আশিক মিয়া (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুর ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক মিয়া শরীয়তপুর জেলার জাজিরা থানার নুরুল হক মোল্লার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মুদ্রা পাচারকারী ভারত থেকে বিভিন্ন দেশের ডলার নিয়ে চেকপোস্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ডলার সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।