September 11, 2024, 7:09 pm

যশোরের ডিবি ও শার্শা থানা পুলিশ কর্তৃক ৩০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা ডিবি ও শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। ১ সেপ্টেম্বর দিবাগত রাতে শার্শা থানার জামতলা বাজার সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে শার্শা থানার জামতলা বাজার সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপর শার্শা থানা পুলিশ এবং যশোর ডিবির যৌথ রাত্রীকালীন অভিযান ও চেকপোস্ট পরিচালনাকালে সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে দ্রুত গতির সাদা রঙের একটি প্রাইভেটকার আসতে দেখে পুলিশ সন্দেহবশত চেক করে। প্রাইভেটকারে ড্রাইভার ব্যতীত প্রাইভেটকারে আরো একজন আরোহী ছিল। ওই সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের নিকট ও গাড়িতে স্বর্ণ আছে মর্মে স্বীকার করেন। পরবর্তীতে সাংবাদিক এবং সাধারণ জনগনের উপস্থিতিতে তাদের আসামীর শরীর থেকে এবং আসামীর দেখানো মতে প্রাইভেট কারের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৯ কেজি ৭৫৮ গ্রাম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন দাউদকান্দি থানার পাঁচগাছিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের নজরুল ইসলাম এর ছেলে মোফাজ্জল সরকার (৩৫) ও একই থানার জাফরাবাদ গ্রামের কবির হোসেন এর ছেলে আবুল কাসেম (৩০)।

২ সেপ্টেম্বর (শুক্রবার) যশোর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা