January 22, 2025, 2:22 pm

যশোর জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ মহাকাব্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (বুধবার) সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই উপস্থিতি সকলেই দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার),পিপিএম আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরেন। বঙ্গবন্ধু সারা জীবন এদেশের মানুষের জন্য দিয়ে গেছেন কিন্তু সেই বঙ্গবন্ধুকেই স্বপরিবারে জীবন দিতে হলো এদেশের কিছু বিপদগামী সেনাসদস্যের হাতে। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় বাঙালি জাতির কাছে আর কিছু হতে পারে না। বক্তব্যের পরিশেষে তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে আহ্বান করেন।

অনুষ্ঠানে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘‘ক”সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার “খ’’সার্কেল মুকিত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
তারা সকলেই বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল ইউনিট, পিবিআই, সিআইডি ও হাইওয়ে পুলিশ থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা