January 24, 2025, 6:01 am

র‌্যাব-১১ এর অভিযানে আন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দার সাখাওয়াত হোসেন @ রনিসহ ০৬ জন ডাকাত বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার॥

প্রেস বিজ্ঞপ্তি: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ রাত ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পূর্বভবনাথপুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ০৬ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। সাখাওয়াত হোসেন রনি (২৫), পিতা- বাবুল মিয়া, সাং- নিমাইকাসারী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ সোহেল (৩২), পিতা- মৃত নুকু, সাং- জাঙ্গালিয়া, দামীরদার, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ শহিদুল ইসলাম (২৬), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- চৌটাইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা, ৪। আল আমিন (২৩), পিতা- মৃত নাক্কু মিয়া, সাং- কাঁচপুর সেনপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ ইসমাইল (৩৮), পিতা- মৃত ওমর হোসেন, সাং- কাতলাপুর, থানা- সাভার, জেলা- ঢাকা এবং ৬। সুজয় দে (৩০), পিতা- নারায়ণচন্দ্র দে, সাং- রাউৎপাড়া, থানা- গোপালগঞ্জ, জেলা- গোপালগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ম্যাগাজিন ভর্তি ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি (তাঁজা), ০১ রাউন্ড গুলি (ব্লাংক), ০১টি ছোরা, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০২টি তালা ভাঙ্গার শাবল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত চক্রটি গত ০৬ এপ্রিল ২০২২ এবং ২৪ এপ্রিল ২০২২ তারিখ আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

। গ্রেফতারকৃত ১নং আসামী ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে আড়াইহাজার থানায় ০৩টি এবং সোনারগাঁও থানায় ০১টি অস্ত্রসহ ডাকাতি, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ সোহেল (৩২) এর বিরুদ্ধে আড়াইহাজার থানায় ০৩টি এবং সোনারগাঁও থানায় ০১টি অস্ত্রসহ ডাকাতি ও ০১টি মাদক মামলা, গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ শহিদুল ইসলাম (২৬) এর বিরুদ্ধে ধামরাই থানায় ০১টি অস্ত্রসহ ডাকাতি ও ০২টি ধর্ষণ এবং বিভিন্ন থানায় ০৪টি অস্ত্রসহ ডাকাতি মামলা, গ্রেফতারকৃত ৬নং আসামী সুজয় দে (৩০) এর বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় ০১টি চুরি এবং মকছেদপুর থানায় ০১টি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত ১ ও ২নং আসামীকে ইতিপূর্বে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়।

এখানে উল্লেখ্য যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা গ্রেফতারকৃত ডাকাত দল সর্দার সাখাওয়াত হোসেন রনির থেকে জানতে পারি যে, সে নিজেকে কাঁচপুর এলাকায় “বন্ধু ড্যান্স একাডেমী” নামক একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে থাকে এবং বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ী টার্গেট করে এবং ভিকটিম এর সাথে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে সে তার টার্গেট করা বাড়ীগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ, ঢাকা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের বাড়িতে অথবা বিভিন্ন ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। তারা গভীর রাতে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি/মোটরসাইকেলযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করে থাকে।

বিগত কয়েক মাসে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত ডাকাতদের পর্যালোচনায় দেখা যায় যে, তারা প্রায় সকলেই সমাজের বিভিন্ন স্তরের কোন না কোন এক পেশায় নিয়োজিত। এরা তাদের নিজ পেশার অন্তরালে ডাকাতির মত ঘৃণ্য অপরাধে জড়িত। র‌্যাব-১১ এর এই অপারেশনে ধৃত ডাকাত সর্দার রনি নিজস্ব ড্যান্স একাডেমীর কার্যক্রমের অন্তরালে ডাকাতি করে আসছিল। সমাজের সকল স্তরের মানুষদের আমরা অনুরোধ করতে চাই যে, আপনারা যেকোন অপরিচিত ব্যক্তিকে বাসায় আনার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং বহিরাগতদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা