January 16, 2025, 1:35 am

সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) সাতক্ষীরা জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট (বুধবার) বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল সেডে ওই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার পর্যায়ক্রমে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫’ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযুদ্ধাদের পাশাপাশি সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর জেলার সার্বিক আইন-শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা জেলা গড়তে সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আহবান জানান। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশিত পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উক্ত উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা