,সিদ্ধিরগঞ্জ (১৭’জুলাই ২২’ইং বুধবার) ঃ সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র অভিযানে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার ত্রাস দুর্র্ধর্ষ কিশোরগ্যাং “টাইগার গ্রুপ”র ৬’সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার। গতকাল বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার সহকারি পরিচালক মো: রিজওয়ান সাঈদ জিকু। তার আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ধৃতদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধের র্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।
ধৃতরা হলো- সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার রহিমের ছেলে বাবু, মৃত কেনু মিয়ার ছেলে রাসেল, ওলির ছেলে ইব্রাহীম, সেনপাড়ার জুয়েলের ছেলে আশিক, চাঁদপুর জেলার কচুয়া থানার গোতপুর গ্রামের বাদশার ছেলে মেহেদী হাসান ও রূপগঞ্জের দক্ষিণ রূপসীর ইয়াছিনের ছেলে রাকিব। এদের সবার বয়স ১৯’থেকে ২২’বছরের মধ্যে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি স্টীলের চাকু।
র্যাব আরো জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোরগ্যাং এর সক্রিয় সদস্য। তারা রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধের র্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে। #######