September 11, 2024, 8:32 pm

পারকুল ও নাছিমাবাদ চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে সমাবেশ ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাটের পারকুল ও নাছিমাবাদ চা বাগানে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে পারকুল চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে গত মঙ্গলবার দুপুর ১২টায় পারকুল চা বাগানের নাচঘর প্রাঙ্গণে দু’ বাগানের যৌথ সমাবেশ ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে পারকুল ও নাছিমাবাদ বাগানের চা শ্রমিকরা। পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার গিরিধারী চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র ও যুবনেতা বর্তমান ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, সাবেক রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও বর্তমান ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রিপন দেব তপন, শ্রমিক নেত্রী নমিতা বুনার্জী, শ্রমিক নেতা অনিল তাঁতী, সুমন যাদব, নাছিমাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি জজ মারাক, ভারপ্রাপ্ত সভাপতি যোগেশ বুনার্জী, শ্রমিক নেতা সূর্য উরাং সহ পারকুল ও নাছিমা চা বাগানের পঞ্চায়েত কমিটির অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। তারা পারকুল নাচঘর প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নাছিমা চা বাগান অফিস প্রাঙ্গণে এসে ধর্মঘটে মিলিত হন। পরে পারকুল ও নাছিমাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে নাছিমাবাদ অফিস প্রাঙ্গণ হতে বিশাল বিক্ষোভ মিছিলটি পারকুল চা বাগান নাচঘর প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। চা শ্রমিকরা পূর্বে ৪ দিন ধরে ২ ঘন্টা কর্মবিরতি পালন করে আসছিল। মালিকপক্ষ ৩’শ টাকা মজুরী বৃদ্ধির দাবি মেনে না নেওয়ায় শনিবার ও মঙ্গলবার ২ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, মালিকপক্ষ ৩শ টাকা মজুরী বৃদ্ধি না করলে অনির্দিষটকালের জন্য ধর্মঘট চলবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা