October 8, 2024, 5:55 pm

কেশবপুর যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই আগষ্ট (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাংকন, রচনা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর লেখা “শেখ ফজিলাতুন নেছা আমার মা” ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পুরস্কার প্রদান এবং যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু, পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা এম এম আলমগীর কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা