মতলব দক্ষিণ উপজেলার ৫নং উত্তর উপাদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড দক্ষিণ উপাদী গ্রামের মোল্লা বাড়ির মোঃ আলআমিন মোল্লা দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত,তাদের পরিবার একদমই অস্বচ্ছল,এমতাবস্থায় তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব না বললেই চলে।আমরা আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছি,আপনারা সহযোগিতা করলে আলআমিন ভাই আবারো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।আমি ব্যাক্তিগতভাবে আপনাদের হাত জোর করছি আপনারা এগিয়ে আসুন।এই দুর্বিষহ অবস্থা আপনার আমার সবার হতে পারে,আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এমনটি করেন নি।আমরা যদি কমপক্ষে ১০০টাকা করে ৫০০জন ব্যাক্তি সহযোগিতা করি তাহলে আমাদের এমাউন্ট দাঁড়ায় ৫০হাজার।আপনার একটু সহযোগিতায় বাচবে একটি প্রান।
সবাই একটি করে শেয়ার দিয়ে আলআমিন ভাইয়ের পাশে দাড়ান।
বিকাশ পারসোনালঃ
“01648331285”
“01637110577”