October 4, 2024, 2:19 pm

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে পৈত্তিক সম্পত্তি দখলের চেষ্টা সন্ত্রাসীদের হামলা, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া ভান্ডারীপুল এলাকায় পৈত্তিক সম্পত্তি জোর পুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় উজ্জল (৩৮), জহিরুল হক (৬০), তজু মিয়া (৬০) ও ইলিয়াস (৪৮) এর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর পুর্বক জমি দখলের চেষ্টা করলে জমির ওয়ারিশ সুত্রে মালিকরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলার কারনে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সুত্রে জানাযায়, গোদনাইল মৌজায় দাগ নং ২৮৮ ,আর এস মোতাবেক ৯ শতাংস জমির মধ্যে কাতে ২ শতাংস জমি ওয়ারিশ সুত্রে মালিক হইয়া মাঃ আজিম (৩৫) ও তার ভাই ভোগ দখল করিয়া আসিতেছে এবং অদ্য পর্যন্ত ভুমিকর পরিশোধ করা হয়েছে। উক্ত ৯ শতাংস জমি থেকে ২০০৫ সালে উজ্জল গংদের নিকট ৬ শতাংস জমি বিক্রি করিয়া অবশিষ্ট ৩ শতাংস জমি ভোগ দখল করে আসছে তারা এর মধ্যে ডিএনডি প্রজেক্ট এর কাজের জন্য ১ শতাংস জমি সরকার একওয়ার করে নিয়ে যায়। বিক্রি করা ৬শতাংস ভুমি দলিল মুলে তাদের বুঝিয়ে দেয়া হলেও উজ্জল গং সন্ত্রাসী বাহিনী নিয়ে মঙ্গলবার আমাদের অবশিষ্ট ২ শতাংস জমি জোর পুর্বক দখলের চেষ্টা করে আমরা এসময় বাধা দিলে উজ্জল গংদের লালিত সন্ত্রাসীরা আমাদের মারধর করে মারাত্বক আহত করে এবং হুমকি দিয়ে বলে এ সম্পত্তি আমরা ক্রয় করেছি এ জমি আমাদের জমির সামনে এলে মেরে লাশ গুম করা হবে। পরে আমরা আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতে উজ্জল গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

স্থানীয় সুত্রে জানাযায়, এলাকার আবদুল আজিম , আবদুল আহাদ, আবদুল আলী উক্ত জমি পৈত্তিক সুত্রে মালিক হইয়া ভোগ দখল করে আসছে ২০০৫ সালে সাময়িক সমস্যার কারনে কাদের ৯ শতাং জমি থেকে উজ্জল গংদের নিকট ৬ শতাংস জমি বিক্রি করিয়া দলিল মুলে বুঝাইয়া দেয়। উজ্জল গং জমি ক্রয় করার পর থেকেই তাদের অবশিষ্ট জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। উজ্জল গংরা জমির ক্রয় এর থেকেই সন্ত্রাসী বহিনী নিয়ে এলাকায় মহড়া দিয়ে জমির প্রকৃত মালিকদের দুরে সুড়িয়ে রাখার চেষ্টা করছে। জমির দখল করতে জমির মালিকদের ভিবিন্ন সময় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে সন্ত্রাসী উজ্জল গংদের বিরুদ্ধে।

জমির পৈত্তিক সুত্রে মালিক মোঃ আজিম জানান, আমরা পৈত্তিক সুত্রে এই জমির মালিক বাপ-দাদার আমল থেকে আমরা ভোগ দখল করে আসছি। আমাদের সাময়িক সমস্যার কারনে ৬ শতাংস জমি বিক্রি করেছি এখনো আমাদের অবশিষ্ট ২ শতাংস জমি রয়েছে। উজ্জল গং আমাদের অবশিষ্ট জমি দখলের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা