October 4, 2024, 3:40 pm

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি ঃভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দাস বেকারির মোড় পৌঁছলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি পুনরায় দলীয় কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, রাগিব হাসান চৌধুরী রাগিব, আব্দুর রাজ্জাক ভুটটু, শফিকুল ইসলাম লিপন, শাহজালাল সরকার খোকন, খন্দকার আল আমিন, তারেকুজ্জামান তারেক, মৌসুমী আকতার তমা প্রমুখ।
বক্তারা বলেন, নুরে আলম হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সারাদেশে হত্যাকা-, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা