মোঃ জিহাদ খলিফা শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপেেজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর এ মামলা করেন। যাহার মামলা নং- ২২০/২০। মামলা বিষয়ে জাকির লস্কর বলেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ২১ জন সদস্যের ভোটে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন। গত ২৯ জুলাই শুক্রবার তার অনুপস্থিতিতে সভাপতি মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,মোস্তাফিজ আহাম্মেদ আলিফ,ফরহাদ শেখ জনিসহ কয়েকজন সদস্য গোপনে সভা করে হঠাৎ তাকে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দেয়। অথচ ইতি পূর্বে তাকে কোন কারন দর্শানোর নোটিশ দেয়া হয়নি। তাই,তার অনুপস্থিতিতে মাত্র কয়েকজন সদস্য নিয়ে গোপন সভা করে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থেকে অবৈধ ভাবে অব্যাহতি দেওয়ার কারনে তিনি সভাপতি মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,মোস্তাফিজ আহাম্মেদ আলিফ,ফরহাদ শেখ জনির বিরুদ্ধে মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন।