শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর পৌরসভা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে পৌরসভা ১২ নং বিট পুলিশিং এর আয়োজনে পৌরসভা কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌরসভার বিট পুলিশের দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক মিলন হোসেন সভাপতিত্ব করেন।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার বিট পুলিশিং এর এক দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুজ্জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
মতবিনিময় সভায় পৌরশহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তাৎক্ষণিক পুলিশি সহায়তা প্রদানে জনগণকে আশ্বস্ত করতে। মাদকের বিস্তার প্রতিরোধে জণগনের সহযোগিতা নেওয়া, মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বৃদ্ধি। চুরি, ডাকাতি, দস্যুতা প্রতিরোধে পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা রুখতে। ইভটিজিং স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রীদের নিরাপদে গমনাগমন, স্কুলগামী ছেলেমেয়েদের পালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে ও বজায় রাখতে সকল ধর্মের নেতৃবৃন্দ এবং লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করা। ধর্মীয় বিষয়সহ যেকোন ধরণের গুজব প্রতিরোধে সকলকে সচেতন করা, এলাকায় গঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিটি কার্যকর করা। এলাকায় বহিরাগত লোকদের উপর নজরদারি ও পুলিশকে অবহিত করা। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সকল অব্যবহৃত পতিত জমিতে সবজি ও মৎস্য চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ। ঘুষ ও হয়রানিমুক্ত মামলা রুজু, জিডি এন্ট্রি, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সহ পুলিশের নিকট হতে সকল ধরণের সেবা প্রাপ্তির বিষয়ে জনগণকে অবহিত করা। অনলাইন জিডি বিষয়ে জনগণকে অবগত করা ও উদ্বূদ্ধ করার বিষয়ের উপর আলোচনা সভায় বিট পুলিশিং কর্মকর্তারা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌরশহরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এবং মাদক সেবনকারীরা প্রকাশ্য দিবালোকে গাঁজা, মদ, ফেনসিডিল সেবন করছে। তাতে করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাদকের দিকে অগ্রসর হচ্ছে। যেটা আমাদের সমাজের খুবই ক্ষতিকর। এছাড়াও পৌরশহরের বিভিন্ন এলাকায় দিনেরাতে তাস ও ক্যারামবোর্ড ও জুয়া খেলার আসর বসে। যার জন্য এলাকায় চুরি, ছিনতাই হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর নজরদারি বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে এলাকা থেকে জুয়া ও মাদক নির্মূল করার পাশাপাশি ওইসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা ও এলাকাবাসী দাবি জানান।
জুয়া, চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, ইভটিজিং, মাদক নির্মূলে জনগণকে সতর্ক বার্তা দিয়ে বিট পুলিশিং কর্মকর্তারা বলেন, আপনাদের এলাকার মাদক ব্যবসায়ী, জুয়াখোর, চোরাকারবারি ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। সেই সব অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এছাড়াও আপনার এলাকায় যদি কোন ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে টাকা নেয়, দালালি-বাটপারি করে সেইসব তথ্য পুলিশকে দিবেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, বিট পুলিশের দায়িত্বরত সহকারী উপ পুলিশ পরিদর্শক কাজী রহমত আলী, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক উৎপল দে, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান সহ পৌর শহরের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।