নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের জান্নাতুল (১৫) নামে হোসেনপুর বিদ্যালয়ের এস এসসি পরিক্ষার্থী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ-ই ঘটনা ঘটেছে গত শনিবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর ৪ দিনেও মামলা হয়নি। এছাড়া আসামিদের গ্রেফতার করা হয়নি। জানা যায়, গত রোববার এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা ৩ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুদরদী প্রধান বাড়ির ফাহিম(২২) পারুল বেগম (৩৮)। আবু সাইদ (৪০)। সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ওই কিশোরী হোসেনপুর বিদ্যালয়ের এস এসসি পরিক্ষার্থী। কয়েকদিন ধরে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তাকে বিয়েসহ নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ফাহিম। এতে রাজি না হওয়ায় তাকে উত্ত্যক্ত করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করেন তিনি।
জানতে চাইলে অভিযোগ তদন্ত কর্মকর্তা এস এই রেজাউল বলেন, ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।