October 8, 2024, 5:59 pm

হরিণাকুন্ডুতে বিদেশী পিস্তল গুলিসহ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলীক সেকেন্ড ইন কমান্ড ৮ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬’র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, হরিণাকুন্ডু এলাকার সন্ত্রাসী আবু সাঈদ পার্বতীপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬’র ক্যাম্পের একটি অভিযানিক দল। সেসময় পার্বতীপুর বাজার থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদের নামে থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা