মোঃ জিহাদ খলিফা শ্রীনগর উপজেলা প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন আলোচনা সভা ও মৎস্য প্রদান করা হয়েছে। ২৫জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।আরো-ও উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওসান ফেরদৌস, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী সাদিয়াতুজ্জোহরা,এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ কর্মী ও সুধীবৃন্দ।