শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলার ডিবি পুলিশ অভিযানে ভয়ংকর মটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক এবং ৭’লক্ষ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৬টি চোরাই মটরসাইকেল উদ্ধার ও মটরসাইকেলের জাল রেজিষ্ট্রেশন সনদপত্র তৈরীর সরঞ্জাম, জাল রেজিষ্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।শুক্রবার (২২ জুলাই) বিকেলে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে ১টি চোরাই মটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অদ্য শনিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পুলিশ।
যশোর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায়
জেলা থেকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চোর-ডাকাতমুক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই আজাহারুল, গৌরাঙ্গ, আমিরুল ও ফোর্সের সমন্বয়ে একটি টিম শুক্রবার (২২ জুলাই) বিকেলে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে ১টি চোরাই মটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে যশোর কোতয়ালী, মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অদ্য শনিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে মটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করে। ওই সময় তাদের ৬টি চোরাই মটরসাইকেল, ১০টি জাল মটরসাইকেল রেজিষ্ট্রেশন সনদ, মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জাল দলিল, জাল রেজিষ্ট্রেশন সনদ তৈরীর কম্পিউটার সরঞ্জাম (সিপিইউ, মনিটর, স্ক্যানার ও প্রিন্টার), লেমিনেটর মেশিন, মটরসাইকেল খোলাজোড়ার যন্ত্রপাতি টুলস, মটরসাইকেল কালার স্প্রে, চোরাই গাড়ীর ডিজিটাল নাম্বার প্লেট এবং চোরাই গাড়ী ক্রয়-বিক্রয়ের নগদ ৯’হাজার ৮’শত টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন বাঘারপাড়া থানার করিমপুর গ্রামের মফিজুল মোল্লার ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০),মনিরামপুর থানার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ শোয়েব হোসেন (২০), কোতোয়ালি থানার কিসমত নওয়াপাড়া গ্রামের বাদশা কসাই এর ছেলে হৃদয় হোসেন (২০), মনিরামপুর থানার তারুয়াপাড়া গ্রামের শওকত আলীর ছেলে বোরহান হোসেন (২৩) এবং ঝিকরগাছা থানার শাহাবুদ্দীন মন্ডলের ছেলে মোঃ আনছার আলী (৩৫)।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপন কুমার সরকার বলেন, মটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করাসহ ৬টি চোরাই মটরসাইকেল উদ্ধার ও মটরসাইকেলের জাল রেজিষ্ট্রেশন সনদপত্র তৈরির সরঞ্জাম, জাল রেজিষ্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা থেকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চোর-ডাকাতমুক্ত করতে ডিবি পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।