October 7, 2024, 8:51 pm

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২।

মোঃ জিহাদ খলিফা শ্রীনগর উপজেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ২৫জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ টায় শ্রীনগর স্টোডিয়া মাঠে, মুন্সীগঞ্জ-১ আসেন সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, তানিয়া খাতুন, মোহাম্মদ মুঞ্জ দেওয়ান, মো. নাছির উদ্দীন। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোয়া আদনান শাকিল, শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোঃ আমজাদ হোসেন। হাঁসাড়া ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান খান, বীরতার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, তন্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবরসহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা